স্থূলতা, স্থূলত্ব বি. স্থূল ।
স্থূল [ shūla ] বিণ. 1 মোটা (স্থূলকায়, স্থূলোদর); 2 চ্যাপটা (স্থূলনাসিকা); 3 পুরু (স্থূলচর্ম); 4 জড়তাযুক্ত, অতীক্ষ্ণ (স্থূলবুদ্ধি); 5 অসূক্ষ্ম (স্থূল গণনা, স্থূল কথা); 6 ইন্দ্রিয়গ্রাহ্য (স্থূল বস্তুজগত্)।
[সং. √ স্থূল্ + অ]।
Leave a Reply