স্থির [ shira ] বিণ. 1 অচঞ্চল, নিশ্চল (বিপদে স্থির থাকা); 2 স্থায়ী; অক্ষয় (স্থিরযৌবনা); 3 অবিচল, দৃঢ় (স্থিরপ্রতিজ্ঞ); 4 ধীর, শান্ত (স্থিরচিত্তে); 5 নিশ্চিত, দৃঢ় (স্থির ধারণা); 6 নির্ধারিত, ধার্য, ঠিক (দিন বা কর্তব্য স্থির করা)।
☐ ক্রি-বিণ. নিশ্চিতরূপে, অবশ্য (স্থির জানি)।
[সং. √ স্থা + ইর]।
স্ত্রী. স্থিরা।
বি. স্থিরতা (এমন কোনো স্থিরতা নেই), স্থিরত্ব।
স্থিরদৃষ্টি বি. অপলক দৃষ্টি।
স্থিরনিশ্চয় বিণ. দৃঢ়সংকল্পযুক্ত।
☐ বি. দৃঢ় সংকল্প।
স্থিরায়ু (-য়ুস্) বিণ. চিরজীবী; দীর্ঘজীবী।
স্থিরীকরণ বি. নির্ধারণ, ধার্য করা।
স্থিরীকৃত বিণ. নির্ধারিত।
Leave a Reply