স্থায়ী [ shāẏī ] (-য়িন্) বিণ. 1 স্থিতিশীল (স্থায়ী ব্যবস্থা); 2 টেকসই, মজবুত (পাঁচিল বেশি দিন স্থায়ী হবে না); 3 স্থানান্তরে যায় না এমন, প্রতিষ্ঠিত (স্থায়ী হয়ে বাস করা); 4 পাকাপোক্ত (স্থায়ী চাকরি); 5 অপরিবর্তনীয়, বন্ধমূল (ধারণা মনে স্থায়ী হওয়া); 6 অবিনশ্বর (জীবন স্থায়ী নয়); 7 স্থির, অচঞ্চল (স্রোতের ফুল এক জায়গায় স্থায়ী হয় না)।
[সং. √ স্থা + ইন্]।
স্থায়িতা, স্থায়িত্ব বি. স্থায়ী অবস্থা বা ভাব, স্থিতিশীলতা।
স্থায়িভাব, স্থায়ীভাব বি. (অল.) উত্সাহ শোক বিস্ময় ক্রোধ শঙ্কা রতি (অনুরাগ) হাস জুগুপ্সা শম: মানুষের চিত্তে বিধৃত এইসব শাশ্বত ভাব যা উদ্রিক্ত হয়ে পরে বীর করুণ ইত্যাদি বিভিন্ন রসে পরিণত হয়।
Leave a Reply