স্ত্রী [ strī ] বি. 1 পত্নী, জায়া (স্বামী-স্ত্রী); 2 বধূ (পুরস্ত্রী); 3 নারী, রমণী, বামা, কামিনী (স্ত্রীধর্ম, স্ত্রীশিক্ষা, স্ত্রীসভা, এয়োস্ত্রী)।
☐ বিণ. স্ত্রীজাতীয় (স্ত্রী-পশু)।
[সং. √ স্ত্যৈ + র + ঈ]।
স্ত্রীআচার বি. হিন্দু-বিবাহানুষ্ঠানে সধবা স্ত্রীলোকদের করণীয় মঙ্গলকর্ম।
স্ত্রীচরিত্র বি. 1 নারীজাতির প্রকৃতি বা স্বভাব; 2 (নাটকাদিতে) স্ত্রীলোক, স্ত্রীভূমিকা।
স্ত্রীচিহ্ন বি. যোনি।
স্ত্রীত্ব বি. 1 নারীধর্ম; 2 নারী-লক্ষণ; 3 স্ত্রীলোকের যোগ্য ভাব; 4 স্ত্রীলিঙ্গ।
স্ত্রীদ্বেষী (-ষিন্) বিণ. নারীজাতির প্রতি বিদ্বেষযুক্ত।
স্ত্রীধন বি. 1 স্ত্রীলোকের নিজ সম্পত্তি; 2 স্ত্রীলোকের বিবাহকালে প্রাপ্ত সম্পত্তি।
স্ত্রীধর্ম বি. 1 রজঃ, ঋতু; 2 স্ত্রীলোকের কর্তব্য।
স্ত্রীপুরুষ বি. 1 নর ও নারী; 2 পতি ও পত্নী।
স্ত্রীপ্রত্যয় বি. (ব্যাক.) কোনো শব্দকে স্ত্রীলিঙ্গবাচক করতে তার অন্তে যেসব প্রত্যয় যুক্ত হয়।
স্ত্রীবশ, স্ত্রীবশ্য বিণ. পত্নীর একান্ত অনুগত, স্ত্রৈণ।
স্ত্রীরত্ন বি. যে-সমস্ত ব্যাধি কেবল স্ত্রীলোকদেরই হয়।
স্ত্রীলক্ষণ বি. স্ত্রীচিহ্ন; নারীসুলভ বৈশিষ্ট্য।
স্ত্রীলিঙ্গ বি. (ব্যাক.) স্ত্রীবাচক শব্দ।
স্ত্রীলোক বি. নারী।
স্ত্রীসংসর্গ, স্ত্রীসংগম, স্ত্রীসহবাস বি. স্ত্রীসম্ভোগ।
স্ত্রীসুলভ বিণ. নারীর পক্ষে স্বাভাবিক, মেয়েলি।
স্ত্রীস্বাধীনতা বি. পুরুষের কর্তৃত্ব থেকে স্ত্রীলোকের মুক্তি, নারীজাতির স্ববশবর্তিতা।
স্ত্রীহরণ বি. অসদুদ্দেশ্যে (প্রধানত অবৈধ সম্ভোগার্থ) নারী অপহরণ।
Leave a Reply