স্তর [ stara ] বি. 1 থাক, স্তবক; 2 একটির উপরে আর একটি, ক্রমান্বয়ে এমন বিভাগ (মৃত্তিকাস্তর, বায়ুর স্তর, সর্বস্তরের মানুষ); 3 পলি।
[সং. √ স্তৃ + অ]।
স্তরমেঘ বি. (সচ. শরত্কালের রাত্রিতে দৃষ্ট) স্তরে স্তরে অবস্হিত মেঘরাশি।
স্তরিত বিণ. স্তরে স্তরে স্হাপিত।
Leave a Reply