স্খলন [ skhalana ] বি. 1 পতন, চ্যুতি (বৃন্ত থেকে স্খলন); 2 পিছলে পড়া বা হোঁচট খাওয়া (পদস্খলন); 3 ভ্রষ্ট হওয়া, বিপথগমন (ধর্মপথ থেকে স্খলন, চরিত্রস্খলন); 4 মোচন, আলগা হওয়া (বন্ধনস্খলন); 5 জড়িত বা অস্পষ্ট উচ্চারণ (বাক্যের স্খলন); 6 বিকলতা, বিকৃতি; 7 ভ্রম হওয়া; 8 অনুদ্দিষ্ট বাক্য বলা।
[সং. √ স্খল্ + অন]।
স্খলিত বিণ. 1 পতিত (স্খলিত বসন); 2 চ্যুত (মুষ্টি থেকে স্খলিত); ভ্রষ্ট; 3 অস্পষ্ট উচ্চারিত; 4 প্রতিহত; 5 স্খলনযুক্ত; 6 জড়িত (‘স্খলিত চরণে ছুটিছে কাননে’: রবীন্দ্র)।
Leave a Reply