স্কন্ধ [ skandha ] বি. 1 কাঁধ; 2 শরীর; 3 ষাঁড়ের ঝুঁটি; 4 বৃক্ষের কাণ্ড অর্থাত্ মূল থেকে শাখা অবধি; 5 গ্রন্হাদির অধ্যায় বা সর্গ; 6 ব্যূহ; 7 সেনাবিভাগ; 8 যুদ্ধ।
[সং. √ স্কন্দ্ (গতি বা শোষণার্থক) + অ]।
স্কন্ধাবার বি. 1 সৈন্যদল; 2 সৈন্যদলের শিবির বা ছাউনি।
স্কন্ধী (-ন্ধিন্) বি. বৃক্ষ।
☐ বিণ. 1 স্কন্ধযুক্ত; 2 স্কন্ধসম্বন্ধীয়।
Leave a Reply