সূত [ sūta ] বিণ. উত্পন্ন, জাত।
☐ বি. 1 প্রাচীন ভারতের জাতিবিশেষ; 2 সূত্রধর জাতি; 3 স্তুতিপাঠক; 4 সারথি।
[সং. √ সূ + ত]।
বিণ. বি. (স্ত্রী.) সূতা1।
সূতক বি. 1 উত্পত্তি, জন্ম; 2 জননাশৌচ, সন্তানপ্রসবজনিত অশৌচ।
সূতকাশৌচ বি. সন্তানপ্রসবজনিত অশৌচ।
সূতপুত্র বি. 1 সারথির পুত্র; 2 মহাবীর কর্ণ।
Leave a Reply