সূচি1, সূচী1 [ sūci1, sūcī1 ] বি. সুচ, ছুঁচ।
[সং. √ সুচ্ + ইন্]।
সূচিকর্ম, সূচীকর্ম বি. সেলাইয়ের কাজ; সুচসুতো দিয়ে করা কারুকার্য।
সূচিজীবী, সূচীজীবী বিণ. সেলাইদ্বারা জীবিকানির্বাহকারী।
☐ বি. দরজি।
সূচিভেদ্য, সূচীভেদ্য বিণ. কেবল সুচের দ্বারাই বিদ্ধ করা যায় এমন; নিবিড়, ঘন, জমাট (সূচিভেদ্য অন্ধকার)।
সূচিমুখ, সূচীমুখ বিণ. সুচের মতো তীক্ষ্ণ মুখবিশিষ্ট বা ডগাবিশিষ্ট, ছুঁচলো।
☐ বি. (বিরল) 1 মণি; রত্ন; 2 প্রাচীন যুগের ব্যুহবিশেষ; 3 সুচের ডগা বা মুখ; 4 সরু বা ছুঁচলো মুখ।
সূচি2, সূচী2 [ sūci2, sūcī2 ] বি. যার দ্বারা সূচনা করা বা জানানো হয়, নির্ঘণ্ট, তালিকা (পাঠ্যসূচি, curriculum); গ্রন্হাদির বিষয়-তালিকা।
[সং. √ সূচ্ + ই]।
সূচিপত্র, সূচীপত্র বি. গ্রন্হাদির যে পৃষ্ঠায় পৃষ্ঠাঙ্কসহ বিষয়-তালিকা থাকে।
Leave a Reply