সুরা [ surā ] বি. মদ; রাসায়নিক প্রক্রিয়ার প্রস্তুত মদ, spirits.
[সং. সু + √ রৈ (শব্দ, চিত্কার) + অ + আ]।
সুরাজীব, সুরাজীবী (-বিন্) বি. মদ্যব্যবসায়ী, শুঁড়ি।
সুরাপায়ী (-য়িন্) বিণ. মদ্য পান করে বা মদ্যপানে অভ্যস্ত এমন।
সুরারঞ্জিত বিণ. মদ্যপানের ফলে রক্তিম।
সুরাসক্তি বি. মদের প্রতি আসক্তি বা লোভ।
সুরাসব বি. 1 সুরা এবং আসব (অর্থাত্ তাড়ি); 2 মদবিশেষ; 3 মদের অবস্হাবিশেষ।
সুরাসার বি. বিশুদ্ধ মদ, কোহল, স্পিরিট।
Leave a Reply