সুবর্ণ [ subarṇa ] বি. 1 হলদে রঙের ধাতুবিশেষ, সোনা; 2 স্বর্ণমুদ্রা, মোহর; 4 স্বর্ণের বা স্বর্ণমুদ্রার প্রাচীন পরিমাণবিশেষ (=মাষা); 4 ধন, সম্পত্তি; 5 সুন্দর রং; 6 সুন্দর অক্ষর।
☐ বিণ. 1 সুন্দর বর্ণবিশিষ্ট; 2 সুন্দর অক্ষরযুক্ত।
[সং. সু + বর্ণ]।
সুবর্ণকার বি. স্বর্ণকার, স্যাকরা।
সুবর্ণজয়ন্তী দ্র জয়ন্তী।
সুবর্ণবণিক বি. স্বর্ণব্যবসায়ী; হিন্দু জাতিবিশেষ, সোনার বেনে।
সুবর্ণময় বিণ. সোনা দিয়ে তৈরি; সোনায় ভরা।
সুবর্ণ সুযোগ বি. শ্রেষ্ঠ বা দুর্লভ সুযোগ।
[ইং. golden opportunity র অনুবাদ]।
Leave a Reply