সুধা1 [ sudhā ] বি. 1 অমৃত; 2 জ্যোত্স্না (সুধাকর); 3 চুন (সুধাধবল)।
[সং. সু + √ ধে (পানার্থক) অথবা (চুন অর্থে) √ ধা + অ + আ]।
সুধাংশু, সুধাকর বি. চাঁদ।
সুধাপাত্র বি. অমৃতের পাত্র।
সুধাপান বি. 1 অমৃতপান; 2 (ব্যঙ্গে) মদ্যপান।
সুধাধবলিত বিণ. চুনকাম করা হয়েছে এমন।
সুধাময় বিণ. অমৃতপূর্ণ; মধুর।
স্ত্রী. সুধাময়ী।
সুধামাখা বিণ. 1 অমৃতে প্রলিপ্ত; 2 অতি মধুর।
সুধামুখ বিণ. সুন্দরমুখবিশিষ্ট।
সুধারুচি বিণ. সুধার মতো স্বাদু।
সুধাসব বি. সুধাতুল্য মধু বা মদ্য।
সুধাসার বি. অমৃতবৃষ্টি।
[সুধা + আসার]।
সুধাসমুদ্র, সুধাসিন্ধু বি. সপ্তসমুদ্রের অন্যতম।
সুধা2, সুধানো [ sudhā2, sudhānō ] (জিজ্ঞাসা অর্থে) শুধা ও শুধানো -র বানানভেদ।
Leave a Reply