সুতা1 [ sutā ] ক্রি. (প্রা. কা.) শয়ন করা।
[সং. সুপ্ত-অতীত কালের রূপ; সুতিল, সুতলি ইত্যাদি]।
সুতা2 [ sutā ] সূত্র, তন্তু; 2 কার্পাসসূত্র; 3 দৈর্ঘ্যের মাপবিশেষ, 1/8 ইঞ্চি।
[সং. সূত্র]।
সুতি বিণ. কার্পাস সুতোয় তৈরি (সুতিবস্ত্র)।
সুতা স্ত্রী. সুত ।
সুত [ suta ] বি. ছেলে, পুত্র (সুতস্নেহ)।
[সং. √ সু + ত]।
Leave a Reply