সিধা1, (কথ্য) সিধে1 [ sidhā, (kathya) sidhē ] বিণ.
1 সোজা (সিধে লোক, সিধে হয়ে দাঁড়ানো);
2 সরল (সিধা বাঁশ, সিধে লাইন টানা);
3 একটানা (সিধা রাস্তা);
4 সহজ, হ্রস্বতম (সিধা পথ ছেড়ে ঘুরপথে যাওয়া);
5 শাসিত, সংশোধিত, দুরস্ত, দমিত (মেরে সিধে করা)।
☐ ক্রি-বিণ.
1 বরাবর, সোজাসুজি (সিধা চলা);
2 অবিলম্বে (বলামাত্র সিধে ছুটল)।
[হি. সীধা]।
সিধা2, (কথ্য) সিধে2 [ sidhā, (kathya) sidhē ] বি. রান্না-করা খাবারের পরিবর্তে চাল ডাল প্রভৃতি (সিদ্ধ করে খাওয়ার যোগ্য) খাদ্যবস্তু (সিধা সাজানো, সিধে দেওয়া)।
[সং. সিদ্ধ]।
Leave a Reply