সিঞ্চন [ siñcana ] (বাং. প্রয়োগ) বি. সেচন, জলাদি তরল পদার্থ ছিটিয়ে দেওয়া (‘অমৃতবারি সিঞ্চন কর’: রবীন্দ্র)।
[সং. √ সিচ্ + বাং. আ]।
সিঞ্চা ক্রি. (কাব্যে) সিঞ্চন করা।
সিঞ্চিত বিণ. জল ছিটিয়ে ভেজানো হয়েছে এমন, সিঞ্চন করা হয়েছে এমন।
বিণ. স্ত্রী. সিঞ্চিতা।
Leave a Reply