সিজা, সিঝা, সেঝা [ sijā, sijhā, sējhā ] ক্রি.
1 জলে ও তাপে সিদ্ধ হওয়া;
2 শুষ্ক বা শীর্ণ হওয়া (‘সিজে কায়া বাড়য়ে রোগ’: রা. প্র.)।
[সং. √ সিধ্ + আ-তু. হি. √ সিঝা]।
সিজানো, সিঝানো, সেঝানো ক্রি.
1 জলে ও তাপে সিদ্ধ করা;
2 শুষ্ক বা শীর্ণ করা।
☐ বি. বিণ. উক্ত অর্থে।
Leave a Reply