সিংহ, (কথ্য) সিংগি, সিঙ্গি [ siṃha, (kathya) siṅgi, siṅgi ] বি.
1 বিড়াল শ্রেণির অতি বলশালী হিংস্র বন্য জানোয়ারবিশেষ, পশুরাজ, কেশরী, মৃগেন্দ্র;
2 (জ্যোতিষ.) রাশিচক্রের পঞ্চম স্হান;
3 (সমাসে উত্তরপদরূপে) শ্রেষ্ঠ ব্যক্তি (পুরুষসিংহ)।
[সং. √ হিন্স্ + অ]।
বি. স্ত্রী. সিংহী, (বাং.) সিংহিনি।
সিংহদ্বার বি.
1 সিংহমূর্তিযুক্ত দ্বার;
2 প্রধান দ্বার, বিশাল অট্টালিকার সদর দরজা।
সিংহনাদ বি.
1 সিংহের গর্জন;
2 বীরের হুঙ্কার।
সিংহবাহিনী বি. (স্ত্রী.) দুর্গাদেবী।
সিংহবিক্রান্ত বিণ. সিংহের মতো পরাক্রান্ত।
☐ বি. সিংহের পদক্ষেপ।
সিংহশাবক, সিংহশিশু বি. সিংহের বাচ্চা।
Leave a Reply