সাহিত্য [ sāhitya ] বি.
1 সাহিতের ভাব, মিলন, যোগ (কবির ও সহৃদয় কাব্যপাঠকের সাহিত্য, শব্দ ও অর্থের সাহিত্য);
2 জ্ঞানগর্ভ বা শিক্ষামূলক গ্রন্হ (ধর্মসাহিত্য);
3 কাব্য প্রবন্ধ-উপন্যাসাদি চিন্তামূলক বা রসাত্মক বা রম্য রচনা (রসসাহিত্য, সাহিত্য-সংগীত-কলা);
4 (বাং.) গ্রন্হ, রচনা (প্রবন্ধ-সাহিত্য, প্রচার-সাহিত্য)।
[সং. সহিত + য]।
সাহিত্যকলা, সাহিত্যশিল্প বি. কাব্য-উপন্যাসাদি রসাত্মক গ্রন্হরচনার কৌশল বা গ্রন্হরচনারূপ শিল্প।
সাহিত্যচর্চা, সাহিত্যানুশীলন বি. সাহিত্যশিল্প রচনা; সাহিত্যশিল্প সম্বন্ধে আলোচনা।
সাহিত্যজগত্, সাহিত্যাকাশ বি. সাহিত্যিক সম্প্রদায় বা সাহিত্যিকদের সমাজ।
সাহিত্যবৃত্তি বি. সাহিত্যরচনারূপ উপজীবিকা।
সাহিত্যরথী বি. বিশিষ্ট সাহিত্যিক।
সাহিত্যসভা বি. সাহিত্যশিল্পাদি-সংক্রান্ত সভা বা গোষ্ঠী; সাহিত্যজগত্।
সাহিত্যসমাজ বি. সাহিত্যিকগণ; সাহিত্যিক-সম্প্রদায়।
সাহিত্যসাধক বি.
1 সাহিত্যরচনা ও সাহিত্যচর্চা যার ব্রত;
2 (শিথি.) সাহিত্যিক।
সাহিত্যসাধনা বি. সাহিত্যরচনা ও সাহিত্যচর্চারূপ ব্রত।
সাহিত্যসেবা বি. সাহিত্যরচনা ও সাহিত্যের উন্নতিবিধান।
সাহিত্যসেবক, সাহিত্যসেবী (-বিন্) বি. বিণ. যে ব্যক্তি সাহিত্যসেবা করে; (শিথি.) সাহিত্যিক।
সাহিত্যাচার্য বি. সাহিত্যশিল্প সম্বন্ধে প্রগাঢ় পণ্ডিত; সাহিত্যের বিশিষ্ট অধ্যাপক।
সাহিত্যিক বিণ. সাহিত্যশিল্প-সম্বন্ধীয় (সাহিত্যিক আলোচনা, সাহিত্যিক বৈঠক)।
☐ বিণ. বি. সাহিত্য-রচনাকারী।
Leave a Reply