সার্বভৌম [ sārba-bhauma ] বি.
1 রাজচক্রবর্তী;
2 সংস্কৃত পণ্ডিতের উপাধিবিশেষ।
☐ বিণ.
1 জগদ্ব্যাপী;
2 বিশ্ববিখ্যাত;
3 অবাধ (সার্বভৌম কর্তৃত্ব)।
[সং. সর্বভূমি + অ]।
সার্বভৌমিক (বাং.) বিণ.
1 বিশ্বব্যাপী;
2 দেশ ও কালের সীমার বহির্ভূত, universal. (‘সাহিত্যের এক অংশ সার্বভৌমিক’: রবীন্দ্র)।
সার্বভৌমিকতা বি. সকল দেশে ও কালে ব্যাপ্তি (কার্য-কারণবিধির সার্বভৌমিকতা)।
Leave a Reply