সার্ব [ sārba ] বিণ.
1 সর্বসম্বন্ধীয়;
2 সর্বহিতকর (সার্বদেশিক সৌহার্দ্য)।
[সং. সর্ব + অ]।
সার্বকালিক বিণ. সকল কালের, চিরন্তন; চিরস্হায়ী।
সার্বজনিক বিণ. সকলের সঙ্গে সম্বন্ধযুক্ত (সার্বজনিক কল্যাণ)।
সার্বজনীন বিণ.
1 সকলের যোগ্য, সর্বজনের জন্য অনুষ্ঠিত;
2 সর্ববিদিত (সার্বজনীন উত্সব)।
[সর্বজনীন দ্র]।
Leave a Reply