সারঙ্গ [ sāraṅga ] বি. বিচিত্র চক্রচিহ্নযুক্ত হরিণবিশেষ, চিতল হরিণ।
[সং. সার বা শার (=চিত্রবিচিত্র) + অঙ্গ]।
স্ত্রী. সারঙ্গা, সারঙ্গী1।
সারঙ্গী2, সারেঙ্গি [ sāraṅgī2, sārēṅgi ] বি. ছড় দিয়ে বাজাতে হয় এমন বেহালাজাতীয় বাদ্যযন্ত্রবিশেষ, সারিন্দা।
[সং. √ সৃ + অঙ্গ, + ঈ]।
সারঙ্গী3 বি. সারঙ্গবাদক।
Leave a Reply