সার1 [ sāra ] বি. পঙ্ক্তি, শ্রেণি (সারে সারে সাজানো)।
[সারি2 দ্র]।
সার2 [ sāra ] বি.
1 ব্রিটিশ সরকার প্রদত্ত উচ্চ খেতাববিশেষ (সার সুরেন্দ্রনাথ);
2 শিক্ষক অফিসার প্রভৃতি মাননীয় ব্যক্তিকে সম্বোধনের শব্দ।
[ইং. sir]।
সার3 [ sāra ] বি.
1 শ্রেষ্ঠ বা উত্কৃষ্ট অংশ (সর্বধর্মের সার);
2 বৃক্ষাদির শক্ত মজ্জা;
3 দুগ্ধাদির সর বা ননি;
4 তেজ; বীর্য;
5 গূঢ় তাত্পর্য, মর্মার্থ, সংক্ষিপ্ত নিষ্কর্য (শাস্ত্রের সার);
6 জমির উর্বরতাবৃদ্ধিকারী পদার্থ, fertilizer manure (খেতে সার দেওয়া);
7 একমাত্র সম্বল (কেবল কথাই সার)।
☐ বিণ. 1 শ্রেষ্ঠ (সার তত্ত্ব, সারাংশ)।
[সং. √ সৃ + অ]।
সারকুঁড় বি. সার তৈরি করার উদ্দেশ্যে গোময়াদি রাখার কুণ়্ড।
সারগর্ভ বিণ. উত্কৃষ্ট গুণ বা ধর্মযুক্ত, অন্তঃসারবিশিষ্ট (সারগর্ভ উপদেশ)।
সারগাদা বি. সার তৈরি করার জন্য স্তূপাকার করে রাখা গোবর; যেখানে উক্ত স্তূপ রাখা হয়।
সারগ্রাহী (-হিন্) বিণ. গূঢ় তাত্পর্য উপলব্ধি করতে সমর্থ; উত্কৃষ্ট বা শ্রেষ্ঠ অংশ গ্রহণ করে এমন।
সারতরু বি. 1 জমির উর্বরতাবর্ধক গাছ; 2 কলাগাছ।
সারবান (-বত্) বিণ. সারযুক্ত, সারগর্ভ, উত্কৃষ্ট।
বি. সারবত্তা।
সারভূত বিণ.
1 সারবস্তুতে পরিণত;
2 সারস্বরূপ, শ্রেষ্ঠ।
সারমর্ম বি. শ্রেষ্ঠ অংশ; মূল অংশ; সারাংশ।
সারমাটি বি. জমির উর্বরতাবর্ধক মাটি; সারযুক্ত মাটি।
সারলৌহ বি. ইস্পাত।
সারসংক্ষেপ বি. সংক্ষেপে মূল অংশ বা বিষয়ের বর্ণনা; সারাংশ।
সারসংগ্রহ বি. সার অংশ বা প্রকৃত তাত্পর্য গ্রহণ।
সারহীন, সারশূন্য বিণ. সারপদার্থহীন; মজ্জাশূন্য; অসার।
Leave a Reply