সাম্য [ sāmya ] বি.
1 সমতা (ভারসাম্য);
2 তুল্যতা, সাদৃশ্য (স্ত্রীপুরুষের অধিকারের সাম্য);
3 রাগদ্বেষাদিবর্জিত মনের প্রশান্ত ও নির্বিকার অবস্হা;
4 সমদর্শিতা।
[সং. সম + য]।
সাম্যবাদ বি. উচ্চনীচ বা নরনারী নির্বিশেষে রাষ্ট্রের সকল লোকের সমান অধিকার প্রাপ্য; এই মতবাদ; (শিথি.) communism.
সাম্যবাদী (-দিন্) বিণ. সাম্যবাদ মানে এমন।
Leave a Reply