সামুদ্র, সামুদ্রিক, সামুদ্রক [ sāmudra, sāmudrika, sāmudraka ] বি. স্ত্রীপুরুষের কররেখা ও দেহস্হ অন্যান্য চিহ্নদ্বারা শুভাশুভ নির্ণয়ের শাস্ত্র।
☐ বিণ.
1 সামুদ্রশাস্ত্র-ব্যবসায়ী;
2 সমুদ্রসম্বন্ধীয়;
3 সমুদ্রজাত (সামুদ্রিক ঝড়)।
[সং. সমুদ্র + অ, ইক, ক]।
সামুদ্রবিদ্যা বি.
1 সামুদ্রিক শাস্ত্র;
2 সামুদ্রিক শাস্ত্রে জ্ঞান।
Leave a Reply