সামাজিক [ sāmājika ] বিণ.
1 সমাজসম্বন্ধীয় (সামাজিক প্রবন্ধ);
2 সমাজে প্রচলিত বা স্বীকৃত (সামাজিক নিয়ম, সামাজিক বৈষম্য);
3 সমাজে বাসকারী; সমাজবদ্ধ (সামাজিক জীব);
4 মিশুক সামাজিক ধরনের লোক);
5 (বর্ত. বিরল) সভ্য, সদস্য।
[সং. সমাজ + ইক]।
সামাজিকতা বি.
1 সামাজিক ব্যবহার বা ভাব;
2 সভ্যতা;
3 (বাং.) সমাজে প্রচলিত প্রথানুযায়ী ক্রিয়াকর্মে প্রদেয় উপঢৌকনাদি; লৌকিকতা।
Leave a Reply