সাফ [ sāpha ] বিণ.
1 পরিষ্কৃত (টেবিল সাফ হয়েছে);
2 নির্মল (সাফ জল);
3 স্পষ্ট (সাফ জবাব);
4 সম্পূর্ণ (সাফ উধাও);
5 বেমালুম (সাফ চুরি);
6 বাধামুক্ত (চোরের রাস্তা সাফ);
7 ধ্বংসপ্রাপ্ত (বংশ সাফ);
8 শর্তহীন (সাফ বিক্রয়, সাফ কবালা)।
সাফসুতরো, সাফশুতরো বিণ. পরিষ্কার-পরিচ্ছন্ন।
সাফা — সাফ এর বিকৃত রূপ।
সাফাই বি. পরিষ্কার করা, সাফ করা (রাস্তা সাফাই); দোষক্ষালন (সাফাই-জবাব)।
সাফাই গাওয়া ক্রি. বি. নিজের বা অপর কারও নির্দোষিতা প্রমাণের জন্য যুক্তি দেখানো।
Leave a Reply