সাধ্য [ sādhya ] বিণ.
1 সাধনীয়, সাধনযোগ্য (ব্যয়সাধ্য চিকিত্সা);
2 ক্ষমতার আয়ত্ত (সকল বিদ্যাই শিক্ষাসাধ্য);
3 যা করা সম্ভব, সম্পাদ্য (অনায়াসসাধ্য);
5 (বিরল) যার নিবারণ বা প্রতিকারসাধন সম্ভবপর (সাধ্য রোগ);
6 প্রতিপাদ্য;
7 যা প্রমাণ করতে হয়।
☐ বি.
1 সাধনার বস্তু (‘প্রভু কহে, পড় শ্লোক সাধ্যের নির্ণয়’: চৈ. চ.);
2 (ন্যায়.) অনুমানদ্বারা নিরূপণীয় বিষয়;
3 (বাং.) ক্ষমতা, শক্তি (এমন সাধ্য কার আছে?);
4 সামর্থ্য (সাধ্যানুসারে, সাধ্যের বাইরে)।
[সং. সাধ্ + য]।
সাধ্যতা বি. সাধনযোগ্যতা।
সাধ্যপক্ষে, সাধ্যমতো, সাধ্যানুযায়ী, সাধ্যানুরূপ ক্রি-বিণ. যাথাসাধ্য, ক্ষমতানুসারে।
সাধ্যবহির্ভূত, সাধ্যাতিরিক্ত, সাধ্যাতীত বিণ. অসাধ্য, করতে পারা যায় না এমন।
সাধ্যসাধনা বি. সাধাসাধি।
Leave a Reply