সাত [ sāta ] বি. বিণ. 7 সংখ্যা বা সংখ্যক।
[সং. সপ্ত]।
সাতই, সাতুই বি. মাসের সপ্তম দিন বা সাত তারিখ।
সাতকাণ্ড রামায়ণ
1 সপ্ত কাণ্ডে বা অধ্যায়ে বিভক্ত রামায়ণগ্রন্হ;
2 (আল.) মস্ত ব্যাপার।
সাতখুন মাপ (আল.) বহু গুরুত্বপূর্ণ অপরাধের জন্য কোনো শাস্তি না দেওয়া, সমস্ত অপরাধ বরদাস্ত করা।
সাত ঘাটের জল খাওয়া বা খাওয়ানো
1 নানা স্হানে চাকরি করা বা করানো;
2 কাজ উপলক্ষ্যে নানা স্হানে বদলি হওয়া বা বদলি করা;
3 নানা বিপদে পড়া বা ফেলা;
4 নানাভাবে জীবনযাপন করা বা করানো;
5 বেজায় নাকাল হওয়া বা করা।
সাত চড়ে বা বেরোয় না (আল.) সমস্ত নির্যাতন নীরবে সহ্য করে অর্থাত্ অত্যন্ত নিরীহ।
সাত সতিনের ঘর (আল.) যে সংসারে নিরন্তর কলহ বিবাদ ও হিংসাদ্বেষ বিদ্যমান।
সাত সমুদ্র তেরো নদীর পার (রূপকথা থেকে) বহু দূরবর্তী; বহু দূরবর্তী স্হান বা দেশ (সাত সমুদ্র তেরো নদীর পারের রাজপুত্র)।
সাতেও নেই পাঁচেও নেই — ঝঞ্ঝাটের সঙ্গে সম্পর্কহীন, নিরপেক্ষ, উদাসীন।
সাততাড়াতাড়ি ক্রি-বিণ. 1 খুব তাড়াতাড়ি; 2 ব্যস্তসমস্ত হয়ে।
সাতনর, সাতনরি বিণ. সাত প্যাঁচওয়ালা।
☐ সাত প্যাঁচওয়ালা কণ্ঠহার।
সাতনলা বি. বিণ. একসঙ্গে সাতটি গুলি ছোড়ার নলবিশিষ্ট (বন্দুক)।
সাতপ্যাঁচ বিণ. বিবিধ, নানা।
☐ বি.
1 নানা কথা (সাতপাঁচ ভেবে);
2 অগ্রপশ্চাত্।
সাতপুরুষ বি. পিতা-পিতামহাদিক্রমে ঊর্ধ্বতন সাতপুরুষ।
সাতষট্টি বি. বিণ. 67 সংখ্যা বা সংখ্যক।
সাতসকাল বি. খুব সকাল; তাড়াতাড়ি।
সাতসতেরো বি. নানারকম জিনিস বা কথা (সাত-সতেরো শুনানো)।
Leave a Reply