সাজা2 [ sājā2 ] বি. শাস্তি, অপরাধের দণ্ড (তার সাজা হবেই)।
[ফা. সজা]।
সাজা3 [ sājā3 ] ক্রি.
1 সজ্জিত হওয়া, পোশাক-পরিচ্ছদ পরা (কনে সাজছে);
2 পরের রূপ বা মিথ্যা রূপ ধারণ করা (সাধু সাজা, ভালোমানুষ সাজা);
3 মানানো, শোভা পাওয়া (তোমার মুখে এমন কথা সাজে না);
4 পোশাকাদি পরে প্রস্তুত হওয়া (যুদ্ধের জন্য সাজা);
5 পান-তামাক ইত্যাদি সেবনের জন্য প্রস্তুত করা (তামাক সাজা, পান সাজা)।
☐ বি. উক্ত সব অর্থে।
☐ বিণ. সেবনের জন্য প্রস্তুত করা হয়েছে এমন (সাজা পান)।
[সং. √ সজ্জ্ + বাং. আ]।
সাজানো ক্রি.
1 পোশাক-পরিচ্ছদ পরানো;
2 যা সত্য নয় তাই তৈরি করা (সাক্ষী সাজানো);
3 সুশৃঙ্খলভাবে বিন্যস্ত করা (দোকান সাজানো, ঘর সাজানো, বইগুলি তাকের উপর সাজিয়ে রাখো)।
☐ বি. বিণ. উক্ত সমস্ত অর্থে (সাজানো মামলা)।
Leave a Reply