সাজ [ sāja ] বি.
1 পোশাক, বেশ, পরিচ্ছদ (রাজার সাজ);
2 গহনা, ভূষণ (প্রতিমার সাজ);
3 সরঞ্জাম, উপকরণ (তামাকের সাজ);
4 (আঞ্চ.) দধ্যম্ল, দম্বল।
[সং. সজ্জা]।
সাজগোছ, সাজগোজ বি. বেশভূষা পরিধান ও তার পারিপাট্য।
সাজঘর বি. রঙ্গালয়ে অভিনেতাদের পোশাক পরবার ঘর, green-room.
সাজন্ত বিণ. শোভন, মানানসই।
সাজসজ্জা বি. সাজগোজ; সাজসরঞ্জাম।
সাজসরঞ্জাম বি. পোশাক ও উপকরণ।
Leave a Reply