সাঙ্গোপাঙ্গ [ sāṅgōpāṅga ] বিণ.
1 শিক্ষা কল্প ইত্যাদির অঙ্গ ও মীমাংসা, ধর্মশাস্ত্র ইত্যাদি উপাঙ্গের সঙ্গে, সমগ্র (সাঙ্গোপাঙ্গ বেদ);
2 প্রধান ও অপ্রধান অনুচরবর্গের সঙ্গে, সদলবল (সাঙ্গোপাঙ্গ নেতা)।
☐ বি. (বাং.) অনুচরবর্গ, দলবল (সাঙ্গোপাঙ্গ নিয়ে হাজির)।
[সং. সহ + অঙ্গ + উপাঙ্গ]।
Leave a Reply