সাঙ্গ [ sāṅga ] বিণ.
1 অঙ্গযুক্ত (সাঙ্গ বেদ);
2 পূর্ণাঙ্গ, সম্পূর্ণ;
3 সমাপ্ত (কাজ সাঙ্গ করা, সাঙ্গ হওয়া)।
[সং. সহ + অঙ্গ]।
বিণ. স্ত্রী. সাঙ্গা, সাঙ্গী।
বি. সাঙ্গতা।
সাঙ্গরূপক বিণ. যে-রূপকে উপমান ও উপমেয়ের প্রতি অঙ্গের সঙ্গে প্রতি অঙ্গের সাদৃশ্য দেখানো হয়।
Leave a Reply