সহা, (কথ্য) সওয়া [ sahā, (kathya) sōẏā ] ক্রি.
1 সহ্য করা (কষ্ট সহা);
2 সহ্য হওয়া (হাতে গরম সওয়া, লোকসান সইবে না);
3 ক্ষমা বা বরদাস্ত করা (অপরাধ সহা)।
☐ বি. উক্ত সমস্ত অর্থে (কষ্ট সওয়া আমার অভ্যাস)।
☐ বিণ. সহ্য হয় বা হয়ে গেছে এমন (গা-সওয়া)।
[সং. √ সহ্ + বাং. আ]।
সহানো ক্রি. সহ্য করানো।
☐ বি. বিণ. উক্ত অর্থে।
Leave a Reply