সর্প [ sarpa ] বি. হাত-পা-বিহীন এবং জিভ-চেরা সরীসৃপবিশেষ, সাপ, ফণী।
[সং. √ সৃপ্ + যঙ্ + অ]।
বি. (স্ত্রী.) সর্পিণী, সর্পী।
সর্পভুক (-ভুজ্) বিণ. সাপ খায় এমন।
☐ বি.
1 গরুড়;
2 ময়ূর।
সর্পরাজ বি. বাসুকি, অনন্তদেব।
সর্পহা (-হন্) বিণ. সর্বহন্তা।
☐ বি. নেউল, বেজি।
সর্পাধাত বি. সাপের কামড়।
সর্পিল বিণ. সাপের গতির মতো আঁকাবাঁকা।
সর্পী (-র্পিন্) বিণ. (প্রধানত) বুকে ভর দিয়ে গমনশীল।
☐ বিণ. (স্ত্রী.) সর্পিণী।
Leave a Reply