সরল [ sarala ] বিণ.
1 সোজা, ঋজু (সরল রেখা);
2 অকপট, অকুটিল (সরল মন);
3 সাদাসিধা, আ়ড়ম্বরহীন (সরলস জীবনযাপন);
4 সহজ (সরল প্রশ্ন)।
☐ বি. 1 শাল গাছ; 2 দেবদারু বা তত্সদৃশ গাছবিশেষ।
[সং. √ সৃ + অন]।
স্ত্রী. সরলা।
সরলতা বি. সরল ভাব।
সরলপুঁটি বড়ো আকারের পুঁটিমাছ।
সরলপ্রাণ বিণ. অকপটচিত্ত, সরল ও খোলামেলা মনযুক্ত।
সরলবর্গীয় বিণ. মোচার আকৃতিবিশিষ্ট ফলোত্পাদনকারী বৃক্ষশ্রেণিভুক্ত, coniferous.
সরলবিশ্বাস বি. বিচারহীন বিশ্বাস।
সরলরেখা বি. এক বিন্দু থেকে অন্য বিন্দু পর্যন্ত দিক পরিবর্তন না করে বিস্তৃত রেখা, ঋজুরেখা।
সরলীকরণ বি. সহজ করা; (গণি.) বিভিন্ন জাতীয় সংকেতে প্রকাশিত রাশিকে এক জাতিতে পরিণত করা।
Leave a Reply