সম্মোহ [ sammōha ] বি.
1 অতিশয় মোহ;
2 বুদ্ধিলোপ, স্মৃতিভ্রংশ।
[সং. সম্ + মোহ]।
সম্মোহন বি.
1 সম্যক মুগ্ধ করা;
2 জাদুবলে বা অন্য প্রক্রিয়াবলে ইচ্ছাশক্তি লোপ করে সম্পূর্ণ পরের পরিচালনাধীন করা, mesmerism, hypnotization;
3 কন্দর্পের বাণবিশেষ।
☐ বিণ.
1 মুগ্ধ করে এমন;
2 মোহজনক;
3 বাণ দিয়ে মুগ্ধ-করা।
সম্মোহনী বিণ. (স্ত্রী.) (সম্মেহনী শক্তি)।
সম্মোহিত বিণ. সম্পূর্ণ মোহিত বা মুগ্ধ।
স্ত্রী. সম্মোহিতা।
Leave a Reply