সম্ভাবনা, (বিরল) সম্ভাবনা [ sambhābanā, (birala) sambhābanā ] বি.
1 হয়তো হবে বা ঘটবে এমন ভাব;
2 ভবিষ্যতের আশা বা যোগ্যতা (সম্ভাবনাময় ভবিষ্যত্);
3 পূজা, সমাদর, সম্মান।
[সং. সম্ + √ ভাবি + অন + আ]।
সম্ভাবনীয়, সম্ভাব্য বিণ. হয়তো হবে বা ঘটবে এরূপ বিবেচিত (সম্ভাব্য আক্রমণ, সম্ভাব্য পদোন্নতি)।
সম্ভাবিত বিণ. (বাং.) সম্ভব; সম্ভাব্য।
Leave a Reply