সম্পাদক [ sampādaka ] বিণ. নির্বাহক, নিষ্পাদক।
☐ বি.
1 প্রতিষ্ঠানাদির প্রধান, কর্মসচিব, secretary;
2 গ্রন্হ অথবা সংবাদপত্রাদির লেখার ব্যাপারের পরিচালক বা প্রধান লেখক, editor.
[সং. সম্ + √ পদ্ + ণিচ্ + অক]।
স্ত্রী. সম্পাদিকা।
বি. সম্পাদকতা।
সম্পাদকীয় বিণ.
1 সম্পাদক-সম্বন্ধীয়;
2 সম্পাদক কর্তৃক লিখিত।
☐ বি. পত্রিকাদিতে সম্পাদক কর্তৃক লিখিত প্রবন্ধ, editorial.
Leave a Reply