সমীক্ষণ [ samīkṣaṇa ] বি.
1 সম্যক দৃষ্টি;
2 অন্বেষণ;
3 বিবেচনা;
4 যত্ন;
5 সম্যক জ্ঞান।
[সং. সম্ + √ ঈক্ষ্ + অন]।
সমীক্ষা বি.
1 সমীক্ষণ;
2 সবিশেষ পর্যালোচনা;
3 যত্ন;
4 মহত্ বা বুদ্ধি প্রভৃতি সাংখ্যের চতুর্বিশতি তত্ত্ব;
5 প্রকৃতি;
6 বুদ্ধি;
7 মীমাংসাদর্শন।
সমীক্ষিত বিণ.
1 সম্যক দৃষ্ট, পর্যবেক্ষিত;
2 আলোচিত;
3 অন্বেষিত।
সমীক্ষ্য বি. (বিরল) সাংখ্যদর্শন।
☐ বিণ. বিচার্য।
সমীক্ষ্যকারী (-রিন্) বিণ. পূর্বাপর বা ফলাফল বিবেচনা করে কাজ যে করে।
বি. সমীক্ষ্যকারিতা।
সমীক্ষ্যবাদী (-দিন্) বিণ. পূর্বাপর বিবেচনা করে কথা বলে এমন।
Leave a Reply