সমাপন [ samāpana ] বি.
1 সমাধা করা, সম্পূর্ণ করা;
2 উদযাপন;
3 সমাপ্তি।
[সং. সম্ + √ আপ্ + অন]।
সমাপক বিণ. সমাপনকারী।
সমাপিকা বিণ. স্ত্রী.
1 সমাপনকারিণী;
2 (ব্যাক.) বাক্যার্থ সম্পূর্ণকারিণী (সমাপিকা ক্রিয়া)।
সমাপিত বিণ.
1 সম্পাদিত, নিষ্পাদিত;
2 সমাপ্তিপ্রাপিত।
Leave a Reply