সমঝ, সমজ [ samajha, samaja ] বি.
1 বুদ্ধি, বোধ; বিবেচনা;
2 উপলব্ধি।
[হি. সমঝ্]।
সমঝদার, সমজদার বিণ.
1 উপলব্ধি করতে সমর্থ, রসজ্ঞ;
2 বোঝে এমন (সমঝদার শ্রোতা)।
[হি. সমঝ্ + ফা. দার]।
সমঝা, সমজা ক্রি. সমঝানো।
সমঝানো, সমজানো ক্রি.
1 ক্রি. 1 বোঝা;
2 বুঝানো, উপলব্ধি করানো (সমঝে দেওয়া);
3 সতর্ক বা শাসন করা।
☐ বি. বিণ. উক্ত অর্থে।
Leave a Reply