সম [ sama ] বিণ.
1 তুল্য, সমান, অনুরূপ (পুত্রসম, সমবয়স্ক, সমশ্রেণির);
2 অভিন্ন, একই (সমকাল);
3 ঋজু, অবন্ধুর (সমরেখা, সমতল);
4 যুগ্ম (সমরাশি);
5 সম্পূর্ণ;
6 সাধু।
☐ বি. (সংগীতে) তালের মাত্রাবিশেষ বা সমাপ্তি (গানের শেষে সমে এসে থামা)।
[সং. √ সম্ + অ]।
সমকক্ষ বিণ.
1 তুল্য প্রতিদ্বন্দ্বী বা সমান বলশালী;
2 তুল্য (তার সমকক্ষ ধনুর্ধর কে আছে?);
3 সমান (তার সমকক্ষ কেউ নেই)।
স্ত্রী. সমকক্ষা।
সমকক্ষতা বি. তুল্যতা, অভিন্নতা (নারী-পুরুষের সমকক্ষতা)।
সমকাম বি. পুরুষের প্রতি পুরুষের কিংবা নারীর প্রতি নারীর যৌন আকর্ষণবোধ, homosexu ality.
সমকামী বিণ. বি. সমকামযুক্ত বা সমকামযুক্ত ব্যক্তি।
বি. সমকামিতা।
সমকাল বি. একই সময় বা যুগ (আমাদের সমকালে এমন ঘটনা আর ঘটেনি)।
সমকালিক, সমকালীন বিণ. একই কালের বা সময়ের, সমসাময়িক, contemporary (সমকালীন ঘটনাপ্রবাহ, দুই সমকালীন সাহিত্যিক)।
সমকেন্দ্রিক বি. একই কেন্দ্রযুক্ত, concentric (সমকেন্দ্রিক দুটি বৃত্ত)।
সমকোণ বি. (জ্যামি.) একটি সরলরেখার উপর লম্বভাবে অন্য একটি সরলরেখা অঙ্কন করলে যে কোণ উত্পন্ন হয়, right angle.
সমকোণী ত্রিভুজ – যার যেকোন একটি কোণ ১ সমকোণ বা ৯০° এর সমান।
দ্র ত্রি।
সমকৌণিক বিণ.
1 সমকোণযুক্ত;
2 সমকোণসংক্রান্ত।
সমগোত্র বি. একই গোত্র বা বংশ।
সমগোত্রীয় বিণ. একই গোত্রযুক্ত বা বংশীয়।
সমঘন (জ্যামি.) বি.
1 সমান গুণযুক্ত; সমজাতীয়, homogeneous;
2 regular solid (বি. প.)।
সমচতুর্ভুজ বি. (জ্যামি.) যে চতুর্ভুজের চারটি বাহু ও চারটি কোণ পরস্পর সমান।
সমজাতি বি. সমান বা একই জাতি, সমান বা একই শ্রেণি।
☐ বিণ. একজাতিভুক্ত।
বি. সমজাতিতা, সমজাতিত্ব।
সমজাতীয় বিণ. একই জাতির বা শ্রেণির অন্তর্ভুক্ত।
স্ত্রী. সমজাতীয়া।
বি. সমজাতীয়তা, সমজাতীয়ত্ব।
সমতট বি. প্রাচীন পূর্ববঙ্গ।
সমতল বিণ. অবন্ধুর, চৌরস, এবড়ো-খেবড়ো নয় এমন, plain.
সমতা বি.
1 তুল্য বা সমান অবস্হা. অনুরূপতা;
2 অভিন্নতা (অধিকার ও ক্ষমতার সমতা);
3 ঋজুতা;
4 অবন্ধুরতা;
5 যুগ্মতা;
6 সমানভাব;
7 সাধুতা।
সমতুল বিণ.
1 সমান ওজনবিশিষ্ট;
2 সমান সমান;
3 সমকক্ষ।
সমতুল্য বিণ. (বাং. মতে) সমান সমান; সমকক্ষ।
বি. সমতুল্যতা।
স্ত্রী. সমতুল্যা।
সমত্ব বি. সমতা -র অনুরূপ।
সমদর্শন বি. সমানজ্ঞানে অর্থাত্ কোনো ভেদাভেদ না করে দর্শন বা বিচার, নিরপেক্ষ বিচার।
☐ বিণ. সমান আকৃতিবিশিষ্ট।
সমদর্শী (-র্শিন্) বিণ.
1 সমদর্শনকারী;
2 রাগদ্বেষবর্জিত;
3 নিরপেক্ষ, ভেদাভেদ করে না এমন।
বি. সমদর্শিতা।
স্ত্রী. সমদর্শিনী।
সমদুঃখ বিণ. সমান দুঃখে দুঃখী।
☐ বি. সমান দুঃখ।
সমদুঃখী (-খিন্) বিণ. সমান দুঃখযুক্ত; সমব্যথী।
স্ত্রী. সমদুঃখিনী।
সমদূরবর্তী (-র্তিন্) বিণ. কোনো নির্দিষ্ট স্হান থেকে সমান দূরে অবস্হিত, equidistant.
বি. সমদূরবর্তিতা।
স্ত্রী. সমদূরবর্তিনী।
সমদৃষ্টি বি. সমদর্শন, নিরপেক্ষ দৃষ্টিতে বিচার বা বিচারের ক্ষমতা।
সমদ্বিখণ্ডক বিণ. সমান দুই খণ্ডে বিভক্ত করে এমন।
সমদ্বিবাহু ত্রিভুজ – যার যে-কোন দুইটি বাহুর দৈর্ঘ্য সমান। সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ 90° হলে অপর সমান দুইটি বিপরীত কোণ 45° করে হবে।
দ্র ত্রি।
সমদ্বিভুজ বি. (জ্যামি.) সমদ্বিবাহু ক্ষেত্র, rhomboid.
সমধর্মা (-র্মন্) বিণ.
1 সমান বা একরকম ধর্মবিশিষ্ট বা গুণযুক্ত;
2 (বাং.) একই ধর্মাবলম্বী।
সমপদস্হ বিণ.
1 সমান পদে অধিষ্ঠিত;
2 সমান অধিকারপ্রাপ্ত বা ক্ষমতাপ্রাপ্ত।
স্ত্রী. সমপদস্হা।
বি. সমপদস্হতা।
সমপাতে ক্রি-বিণ. সমান্তরালে, সমান্তরালভাবে।
সমপৃষ্ঠ বিণ. সমতল, অবন্ধুর।
সমপ্রকৃতি বিণ. একই প্রকৃতিবিশিষ্ট; একই ধরনের।
সমপ্রাণ বিণ. অভিন্নহৃদয়; অন্তরঙ্গ।
বি. সমপ্রাণতা।
স্ত্রী. সমপ্রাণা।
সমবয়সি, সমবয়স্ক বিণ. সমান বয়সবিশিষ্ট, একবয়সি।
স্ত্রী.সমবয়স্কা।
সমবর্তিতা দ্র সমবর্তী।
সমবর্তী – [বিশেষণ পদ] সমানভাবে অবস্থিত।
সমবাহু ত্রিভুজ – যার তিনটি বাহুরই দৈর্ঘ্য সমান।
দ্র ত্রি।
সমবেদনা, সমব্যথা বি. পরের দুঃখে দুঃখবোধ, সহানুভুতি, দরদ।
সমব্যথী বিণ. সমবেদনাযুক্ত, দরদি।
স্ত্রী. সমব্যথিনী।
সমভাব বি.
1 একই ভাব বা ধরন;
2 সমান অবস্হা;
3 সাদৃশ্য।
সমভূমি বি.
1 সমতল ভূমি;
2 সমান উচ্চভূমি।
☐ বিণ.
1 সমতল;
2 ভূমির সঙ্গে সমান বা মিলিত অর্থাত্ মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে এমন (আক্রমণকারীরা গ্রামের ঘরবাড়ি সমভূমি করে দিল)।
সমমূল্য বি. সমান বা একই দাম।
☐ বিণ.
1 সমান বা একই দামবিশিষ্ট;
2 তুল্য গৌরববিশিষ্ট।
বি. সমমূল্যতা।
সমরস বি. (অল.) সমান সুখ, তুল্য সুখ বা আনন্দ; যে আনন্দানুভূতির ভিতরে নব আনন্দানুভূতি এক হয়ে গেছে।
☐ বিণ. সমান রসযুক্ত।
সমরাশি বি. (গণি.) যুগ্ম সংখ্যা (যেমন 6 8 2)।
সমশ্রেণি বি. একই জাতি বা গোষ্ঠী বা দল।
☐ বিণ একই জাতি বা গোষ্ঠী বা দলের অন্তর্ভুক্ত।
সমসময় বি. একই সময়।
সমসাময়িক বিণ. (বাংলা প্রয়োগ) একই সময়ের (সমসাময়িক ইতিহাস)।
সামসাময়িক শুদ্ধ রূপ কিন্তু অপ্র.।
সমসূত্র বি.
1 দিক্চক্রবালের পূর্ব ও পশ্চিম বিন্দু ভেদকারী কাল্পনিক বৃত্তবিশেষ;
2 একই সরলরেখা (সমসূত্রে অবস্হিত);
3 একই সূত্র অর্থাত্ বন্ধন গ্রথন প্রভৃতির উপকরণ (সমসূত্রে গ্রথিত);
4 একই উপায় (সমসূত্রে জ্ঞাত হওয়া)।
সমস্হলী বি. গঙ্গা ও যমুনার মধ্যবর্তী স্হলভাগ, দোআব।
সমস্বরে ক্রি-বিণ. মিলিত কণ্ঠে (সকলে সমস্বরে বলে উঠল)।
সমস্বামিত্ব বি. সমানাধিকার, সমান মালিকানা।
Leave a Reply