সভ্য [ sabhya ] বি. সভা বা সংঘের সদস্য।
☐ বিণ.
1 ভদ্র (সভ্য আচরণ, সভ্য জগত্);
2 শিষ্ট, মার্জিত, সুরুচিসম্পন্ন।
[সং. সভা + য]।
স্ত্রী. সভ্যা।
সভ্যতা বি.
1 ভদ্র আচরণ;
2 মার্জিত রুচি, মন ও প্রবৃত্তির উত্কর্ষ এবং তদনুযায়ী জীবনযাপন প্রণালী।
সভ্যতাভিমানী (-নিন্) বিণ. ভদ্র ও মার্জিত বলে গর্বকারী।
স্ত্রী. সভ্যতাভিমানিনী।
সভ্যপদ বি. কোনো সংস্হা প্রতিষ্ঠান বা দলের সদস্যতা।
সভ্যভব্য বিণ. শিষ্ট ও ভদ্র।
সভ্যসমাজ বি. সমাজের শিষ্ট ও মার্জিতরুচি সম্প্রদায়।
Leave a Reply