সভা [ sabhā ] বি.
1 সমিতি, পরিষদ (আইনসভা);
2 প্রতিষ্ঠান, গোষ্ঠী (ব্রাহ্মসভা, আত্মীয়সভা);
3 সম্মেলন, বৈঠক (সাংবাদিক সভা);
4 জনসমাবেশ (জনসভা);
5 রাজদরবার (রাজসভা)।
[সং. সহ + √ভা + অ]।
সভা আহ্বান করা, সভা ডাকা ক্রি-বিণ. সভার বৈঠকে সদস্যদের যোগদানের জন্য আমন্ত্রণ করা; বক্তব্য প্রচার করার জন্য জনসমাবেশের ব্যবস্হা করা।
সভা করা ক্রি. সভার অনুষ্ঠান করা।
সভাকক্ষ, সভাগৃহ, সভাতল, সভামণ্ডপ, সভাস্হল বি. যেখানে সভার অধিবেশন হয়।
সভাকবি বি. রাজার সভায় নিযুক্ত কবি।
সভাকুট্টিম বি. সভার পাকা মেঝে।
সভাজন বি. সভাস্ত লোক, সদস্য; সভাসদ।
সভানেত্রী বি. (স্ত্রী.) সভার কার্যাদির পরিচালিকা; কোনো প্রতিষ্ঠানের পরিচালিকা।
সভাপতি বি. সভার কার্যাদির বা প্রতিষ্ঠানের পরিচালক।
সভাভঙ্গ বি. সভার অধিবেশনের শেষ।
সভারম্ভ বি. সভার কার্যাদির শুরু।
সভাসদ বি. সভায় যোগদানকারী, সদস্য; সভার সদস্য।
সভাসমিতি বি. সভা বৈঠক বা ওইজাতীয় লোকসমাগম (তিনি আজকাল বড়ো-একটা সভাসমিতিতে যান না)।
সভাসাহিত্য বি. রাজসভার পৃষ্ঠপোষকতায় সভাসাহিত্যেকের রচিত সাহিত্য, court literature.
সভাসাহিত্যিক বি. রাজসভায় বিশেষভাবে সমাদৃত সাহিত্যিক।
সভাসীন বিণ. সভায় বা দরবারে উপস্হিত বা উপবিষ্ট।
সভাস্হ বিণ. সভায় উপস্হিত (সভাস্হ লোকজন)।
Leave a Reply