সপ্ত [ sapta ] (-প্তন্) বি. বিণ. 7 সংখ্যা বা সংখ্যক, সাত।
[সং. √ সপ্ + অন (ত্ আগম)]।
সপ্তক বিণ.
1 সাতসংখ্যক;
2 একসঙ্গে সাতটি।
☐ বি.
1 সাতটির সমষ্টি;
2 (সংগীতে) সুরের স্বরগ্রাম অর্থাত্ সা রে গা মা পা ধা নি এই সাতটি সুরের সমষ্টি।
সপ্তকী বি. স্ত্রীলোকের কটিভূষণ বা মেখলা।
সপ্তগ্রাম বি. বাংলার অধুনালুপ্ত কিন্তু ইতিহাসপ্রসিদ্ধ বাণিজ্যবন্দর, সাতগাঁ।
সপ্তচত্বারিংশ, সপ্তচত্বারিংশত্তম বিণ. সাতচল্লিশ সংখ্যার পূরক বা স্হানীয়।
সপ্তচত্বারিংশত্ বি. বিণ. 47 সংখ্যা বা সংখ্যক, সাতচল্লিশ।
সপ্তচ্ছদ, সপ্তপর্ণ বি. ছাতিমগাছ।
সপ্তজিহ্ব বি. অগ্নি, আগুন।
সপ্ততল বিণ. (অট্টালিকা সম্বন্ধে) সাততলা; সাতটি তলাবিশিষ্ট।
সপ্ততাল বিণ. সাতটি তালগাছের দৈর্ঘ্যের সমান গভীর।
সপ্ততি বি. বিণ. 70 সংখ্যা বা সংখ্যক, সত্তর।
সপ্ততিতম বিণ. সত্তর সংখ্যার পূরক বা স্হানীয়।
সপ্তত্রিংশ, সপ্তত্রিংশত্তম বিণ. 37 সংখ্যার পূরক বা স্হানীয়।
স্ত্রী. সপ্তত্রিংশত্তমী।
সপ্তত্রিংশত্ বি. বিণ. 37 সংখ্যা বা সংখ্যক।
সপ্তদশ বি. বিণ. 17 সংখ্যা বা সংখ্যক।
সপ্তদশী বি. বিণ. (স্ত্রী.) 1 সতেরো স্হানীয়া; 2 সতেরো বত্সর বয়স্কা।
সপ্তদ্বীপ বি. পুরাণোক্ত সাতটি দ্বীপ বা পৃথিবীর সাতটি বিভাগ যথা, জম্বু কুশ প্লক্ষ শাল্মলী ক্রৌঞ্চ শাক ও পুষ্কর।
সপ্তদ্বীপা বিণ. (স্ত্রী.) সপ্তদ্বীপযুক্তা (সপ্তদীপা বসুন্ধরা)।
☐ বি. পৃথিবী।
সপ্তধা ক্রি-বিণ. সাত প্রকারে, সাত ভাগে; সাত দিকে; সাতবার (সপ্তধা বিভক্ত)।
সপ্তধাতু বি. (আয়ুর্বেদ) দেহের সাতটি উপাদান, যথা-বায়ু পিত্ত কফ রক্ত শুক্র মাংস ও অস্হি।
সপ্তনবতি বিণ. বি. সাতানব্বই।
সপ্তনবতি-তম বিণ. সাতানব্বই সংখ্যক।
স্ত্রী. সপ্তনবতিতমী।
সপ্তপঞ্চাশত্ বি. বিণ. সাতান্ন।
সপ্তপঞ্চাশত্তম বিণ. সাতান্ন সংখ্যক।
স্ত্রী. সপ্তপঞ্চাশত্তমী।
সপ্তপদী বি. হিন্দু বিবাহে বরবধূর একত্রে সপ্তপদ বা সাত পা বা সাতপাক ঘোরার অনুষ্ঠান।
☐ বিণ. (স্ত্রী.) সাতটি চরণযুক্তা।
সপ্তপর্ণ, সপ্তপর্ণী বি. ছাতিমগাছ।
সপ্তপাতাল বি. তল অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল-পুরাণোক্ত এই সাত পাতাল।
সপ্তবিংশতি বি. বিণ. সাতাশ।
সপ্তবিংশতি-তম বিণ. সাতাশ সংখ্যক।
বিণ. (স্ত্রী.)সপ্তবিংশতি-তমী।
সপ্তম বিণ. সাতের পূরক।
সপ্তমী বিণ. সপ্তম -এর স্ত্রীলিঙ্গে।
☐ বি. (জ্যোতিষ.) তিথিবিশেষ।
সপ্তরথী (-থিন্) বিণ. দ্রোণাচার্য কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা শকুনি দুর্যোধন দুঃশাসন: বালক অভিমন্যুকে একযোগে আক্রমণপূর্বক বধকারী এই সপ্ত বীর।
সপ্তর্ষি বি.
1 মরীচি অত্রি অঙ্গিরা পুলস্ত্য পুলহ ক্রতু বশিষ্ঠ: ব্রহ্মার মানসপুত্ররূপে খ্যাত এই সাত ঋষিশ্রেষ্ঠ;
2 নক্ষত্রপুঞ্জবিশেষ, Great Bear, Ursa Major.
সপ্তর্ষি-মণ্ডল বি. সপ্তর্ষি নামে খ্যাত নক্ষত্রসমূহের সমবায়।
সপ্তলোক,সপ্তস্বর্গ বি. ভূঃ ভুবঃ স্বঃ জনঃ মহঃ তপঃ সত্য: পুরাণোক্ত এই সপ্ত ঊর্ধ্বলোক।
সপ্তশতী বি.
1 সাতশত শ্লোকবিশিষ্ট দেবীমাহাত্ম্যসূচক গ্রন্হ, চণ্ডী;
2 সাত শতের সমবায়।
সপ্তষষ্ঠি বি. বিণ. সাতষট্টি।
সপ্তষষ্টিতম বিণ. সাতষট্টি সংখ্যক।
☐ বিণ. (স্ত্রী.)সপ্তষষ্ঠিতমী।
সপ্তসমুদ্র, সপ্তসাগর, সপ্তসিন্ধু বি. লবণ ইক্ষুরস সুরা ঘৃত দধি ক্ষীর স্বাদূদক: পুরাণোক্ত এই সাত সমুদ্র।
সপ্তসূর, সপ্তস্বর বি. (সংগীতে) ষ়ড়্জ ঋষভ গান্ধার মধ্যম পঞ্চম ধৈবত নিষাদ: স্বরগ্রামভুক্ত এই সাতটি সুর।
সপ্তস্বরা বিণ. জলতরঙ্গবাদ্য।
Leave a Reply