সব [ saba ] বিণ. সমস্ত, সকল (সব মানুষই মরণশীল, সব কথা শোনা যায় না)।
☐ সর্ব. বি.
1 সকল লোক বা বিষয় বা বস্তু (সবে মিলে যাও, সব জানি);
2 সমস্ত সম্পদ (সব হারানো)।
[সং. সর্ব]।
সবকিছু সর্ব. সমস্ত বিষয় বা বস্তু (নিজের সবকিছু নিয়ে গেছে)।
সবচিন বিণ. সবাইকে চেনে এমন।
সবজান্তা (ব্যঙ্গে) বিণ. সবকিছু জানে এমন, সর্বজ্ঞ (কী এমন সবজান্তা হয়েছ?)।
সবটা সর্ব. সমস্ত অংশ (সবটা তুমি একাই খেয়ো না)।
সবরকম বি. সর্ব. সমস্তরকম (সবরকমই দেখেছি)।
☐ বিণ. সমস্ত রকমের (সবরকম খেলাই হবে)।
সবসুদ্ধ বিণ. ক্রি-বিণ. মোট, সবসমেত (সবসুদ্ধ পাঁচশো লোক খাবে)।
সবাই, (ঝোঁকযুক্ত) সব্বাই সর্ব. সকলেই; প্রত্যেকেই (সবাই এসেছে, সব্বাই যাবে)।
সবাকার, সবার বিণ. সকলের (‘আমার ভাণ্ডার আছে ভ’রে তোমা সবাকার ঘরে ঘরে’: রবীন্দ্র’, ‘যেথায় থাকে সবার আপন দীনের হতে দীন’: রবীন্দ্র)।
সবারে সর্ব. (রে বিভক্তি) (কাব্যে) সকলকে (‘সবারে আমি প্রণাম করে যাই’: রবীন্দ্র)।
সবে সর্ব. সকলে (‘সবে মিলি করি কাজ’)।
Leave a Reply