সন্ধ্যা [ sandhyā ] বি.
1 দিন ও রাত্রির সন্ধিক্ষণ (প্রাতঃসন্ধ্যা, সায়ংসন্ধ্যা);
2 রাত্রির আরম্ভ, সাঁঝ (সন্ধ্যাবেলা);
3 দিন-রাত্রির সন্ধিক্ষণে ঈশ্বরোপাসনা, আহ্নিক (সন্ধ্যা করা);
4 বেলা, বার (দু-সন্ধ্যা খাওয়া);
5 পুরো এক দিন-রাত্রি (তিন সন্ধ্যাব্যাপী উপবাস);
6 যুগসন্ধি, যুগের আরম্ভকাল (কলির সন্ধ্যা);
7 (আল.) অবসান-কাল (জীবনসন্ধ্যা)।
[সং.সম্ + √ ধ্যৈ + অ + আ]।
সন্ধ্যাআহ্নিক, সন্ধ্যাহ্নিক, সন্ধ্যাবন্দনা বি.
1 সায়ংকালীন ঈশ্বরোপাসনা;
2 ত্রিসন্ধ্যা ঈশ্বরবন্দনা।
সন্ধ্যাতারা বি. সন্ধ্যাবেলায় যে তারা সর্বাগ্রে উদিত হয়; সূর্যাস্তের পরে পশ্চিম দিগন্তে দৃশ্যমান শুক্রগ্রহ, venus.
সন্ধ্যাভাষা বৌদ্ধ সাধকদের রচিত ‘চর্যাপদ’-এ ব্যবহৃত ভাষা, যার মধ্যে ধর্মকথার ভিতর একটা অন্যভাবের কথাও আছে, কিন্তু তা অস্পষ্ট।
সন্ধ্যামণি বি. রক্তবর্ণ ফুলবিশেষ।
সন্ধ্যারাগ বি. অস্তগমনোম্মুখ সূর্যের আলোকচ্ছটা।
সন্ধ্যালোক বি. অস্তগামী সূর্যের ম্লান আলো।
Leave a Reply