সন্ধি [ sandhi ] বি.
1 মিলন;
2 বিবদমান পক্ষসমূহের মধ্যে ঐক্যস্হাপন বা শান্তিস্হাপন, রাজনৈতিক চুক্তি (ভার্সাইয়ের সন্ধি);
3 মিলনস্হান বা জোড় (সন্ধিমুখ);
4 শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের মিলনস্হান বা গ্রন্হিমুখ (ঊরুসন্ধি);
5 মিলনকাল (যুগসন্ধি, বয়ঃসন্ধি);
6 দিনরাত্রি বা দুই তিথি ইত্যাদির মিলনকাল (সন্ধিক্ষণ, সন্ধিপূজা);
7 খোঁজ, সন্ধান, রহস্য (‘নারীর মায়ার সন্ধি’: কৃত্তি);
8 কৌশল (‘কহিয়া দিব যত আছে সন্ধি’ : ক. ক.);
9 সুড়ঙ্গ, সিঁদ (সন্ধিপথ);
10 (ব্যাক.) সন্নিহিত দুই ধ্বনির মিলন (স্বরসন্ধি)।
[সং. সম্ + √ ধা + ই]।
সন্ধিকাল, সন্ধিক্ষণ বি. সংযোগকাল, এক কালের অবসান ও অন্য কালের আরম্ভের সময় (ঋতু-পরিবর্তনের সন্ধিকালে, নবযুগের সন্ধিক্ষণ)।
সন্ধিপত্র বি. বিবাদের রফা-নিষ্পত্তির পরে বিবাদী পক্ষদ্বয়ের পরস্পরকে প্রদত্ত প্রতিশ্রুতি-পত্র, treaty.
সন্ধিপূজা বি. মহাষ্টমীর অবসান হয়ে মহানবমীর সঞ্চার হচ্ছে ঠিক এমন সময়ে দুর্গাপূজা।
সন্ধিবদ্ধ বিণ. রাজনৈতিক সন্ধি বা চুক্তির দ্বারা আবদ্ধ।
সন্ধিবাত বি. গেঁটে বাত।
সন্ধিবিগ্রহ বি. রাজনৈতিক সন্ধি ও যুদ্ধ।
সন্ধিভঙ্গ বি. রাজনৈতিক চুক্তিবিরোধী কাজ।
Leave a Reply