সন্ধান [ sandhāna ] বি.
1 অন্বেষণ (সত্যসন্ধান, সন্ধান থেকে বিরত);
2 খোঁজ (চোরের সন্ধান, পথের সন্ধান);
3 ঠিকানা, পাত্তা (লোকটির সন্ধান জানা নেই);
4 গোপন তথ্য, রহস্য (সৃষ্টির সন্ধান);
5 গোপন প্রবেশপথ (‘সন্ধান লব বুঝিয়া’: রবীন্দ্র);
6 (ধনুকাদিতে শর) যোজনা (শরসন্ধান);
7 (মদ্যাদি) গাঁজানোর কাজ, fermen tation;
8 সন্ধি, মিলন, বন্ধন;
9 মিশ্রণ;
10 সংঘটন।
[সং. সম্ + √ ধা + অন]।
সন্ধানী (-নিন্), সন্ধায়ী (য়িন্) বিণ. সন্ধানকারী; গোপন তথ্য জানতে পটু বা উত্সুক (সন্ধানী দৃষ্টি বা মন); খোঁজ-খবর রাখে এমন।
Leave a Reply