সন্দেহ [ sandēha ] বি.
1 সংশয়, সত্যতানির্ণয়ে অনিশ্চয়তা (মনে সন্দেহ জন্মেছে);
2 অপরাধী বলে অনুমান (আপনি কাকে সন্দেহ করেন?)।
[সং. সম্ + √ দিহ্ + অ]।
সন্দেহ জনক বিণ. সন্দেহ জন্মায় এমন, যাকে সন্দেহ করা যায় এমন।
সন্দেহ বাতিক বি. কারণে-অকারণে সন্দেহ করার বদভ্যাস।
সন্দেহ ভঞ্জন বি. সংশয়মোচন।
সন্দেহাতীত বিণ. সন্দেহের বাইরে, সন্দেহ করা যায় না এমন।
Leave a Reply